আলুবাবু গল্পের প্রশ্ন উত্তর 2023 মাধ্যমিক সাজেশন | wb class x Secondary suggestion ?

আলুবাবু গল্পের প্রশ্ন ও উত্তর 2023 মাধ্যমিক সাজেশন।। আলুবাবু গল্পের প্রশ্ন উত্তর ডাউনলোড করুন পিডিএফ ফরম্যাটে ।। সাহিত্য সঞ্চয়ন দশম শ্রেণী ।
নমস্কার বন্ধুরা, wbgolpo ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি মাধ্যমিক বাংলার আলুবাবু গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে

 Madhyamik Bengali Notes Alubabu



             "মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর"


                 "গল্প :- আলুবাবু"


 "আলুবাবু গল্পের - প্রশ্ন উত্তর 2023 মাধ্যমিক সাজেশন?" 

১.আলুবাবুর গল্পটির লেখক কে ? 

উত্তর :- বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)


২.সেই দিনই প্রথম দেখলাম তাকে ডাক্তারবাবু কাকে প্রথম দেখার কথা বলেছেন? 

উত্তর :- আলুবাবু কে


৩.আলুবাবুর আসল নাম কী ছিল ? 

উত্তর :- আলাে


৪.তার বাঁ হাতে ছােটো থলির ভিতর কী ছিল ? 

উত্তর :- একটি ছােটো পাখির ছানা 


৫.আলুবাবুর কয় আনা পয়সা দিয়ে পাখির বাচ্চাটি এনেছে ? 

উত্তর :- ২আনা


৬.ডাক্তারবাবু পাখিটির পায়ে কী লাগিয়ে বেধে দিয়ে ছিলেন? 

উত্তর :- টিংচার আয়ােডিন


৭.আলুবাবুর কোথায় থাকতেন ? 

উত্তর :- অবিনাশবাবুর বাড়িতে


৮.অবিনাশবাবু এখানকার কী ছিলেন ? 

উত্তর :- একজন নামজাদা উকিল ।


৯.কুকুরের বাচ্চাটি কার ছিল ? 

উত্তর :- কুকুরের বাচ্চাটি বিনুবাবুর ছিল 


১০.ওদের সঙ্গে খেলা করতে হয় - আলুবাবুর এখানে কাদের সঙ্গে খেলা করার কথা বলেছেন ? 

উত্তর :- কুকুরের সঙ্গে 


১১.তিনু কার ছেলে -আর তিনুর বয়স কত ছিল ? 

উত্তর :- তিনু অবিনাশবাবুর ছেলে ছিল আর তিনুর বয়স ১০ বছর ছিল



১২.স্নেহের কাঙাল বেচারা - এখানে স্নেহের কাঙাল কে ? 

উত্তর :- আলুবাবুর


১৩.দিন কতক পরে ডাক্তার বাবুর কার সঙ্গে দেখা হলাে ? 

উত্তর :- সিভিল সার্জনের সঙ্গে দেখা হলাে


১৪.মাসখানেক পরেই আলুবাবুর চাকরিটি গেল কেন ? 

উত্তর :- কারণ আলুবাবুর রুগির ঘায়ে কাবলিক অ্যাসিড ঢেলে দিয়েছিল


১৫.অবিনাশবাবুর বাড়ি থেকে আলুবাবুরকে কে দুর করে দিয়েছেন ? 

উত্তর :- অবিনাশবাবুর স্ত্রী 


১৬.অবশেষে আলুবাবুরকে কে আশ্রয় দিয়েছিল ? 

উত্তর :- ডাক্তারবাবু


১৭.কে এখন পাগলা গারদে আছেন আর কে সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেন নি ? 

উত্তর :- আলােবাবু


১৮.কে সােলার হ্যাট বাজিয়ে গুন গুন করে গান গাইছেন ? 

উত্তর :- আলােবাবু


১৯.বলা বাহুল্য , খুব কৌতুক অনুভব করলাম এখানে কে কৌতুক অনুভব করলেন ? 

উত্তর :- ডাক্তারবাবু


২০.গাইটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম , এখানে কার গাই এর কথা বলা হয়েছে ? 

উত্তর :- রামবাবুর গাই এর কথা বলা হয়েছে 


২১.আমায় ওরা সইলাে না কেউ / আমার কাছে রইলাে না কেউ - এই গানটি কে গাইছিল ? 

উত্তর :- আলােবাবু


২২.আলােবাবু গল্পে আলােবাবু চেহারার বর্ণনা দাও ? 

উত্তর :- গায়ের রং কুচকুচে কালাে মুখটি বেগুন - পােড়ার মতাে , তাঁর উপর কালাে গোঁফ - দাড়ি , যুগ্ন - ভ্রু , মাথায় ঘাড় পর্যন্ত লম্বা

 বাবরি চুল । 


২৩.কী কারণে অবিনাশবাবুর স্ত্রী আলােবাবুকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ? 

উত্তর :- তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং আর এক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন এই কারণে অবিনাশবাবুর স্ত্রী আলােবাবুকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন । 






একটি মন্তব্য পোস্ট করুন

আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন ।