শাবলতলার মাঠ পশ্ন ঊত্তর

শাবলতলার মাঠ পশ্ন ঊত্তর শাবলতলার মাঠ গল্পটির লেখক কে ?‌ উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ২. শাবলতলার মাঠ এ কী তৈরি হচ্ছিল ? উত্তর: কারখানা।

 নমস্কার প্রিয় বন্ধুরা আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে নেওয়া একটি গল্প "শাবলতলার মাঠ" এর কিছু গুরুত্বপূর্ণ পশ্ন- উত্তর নিয়ে আলোচনা করবো। আশা করি এই সকল পশ্ন- উত্তর গুলি তোমাদের কাজে লাগবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। 


শাবলতলার মাঠ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 


১. শাবলতলার মাঠ গল্পটির লেখক কে ?‌
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২. শাবলতলার মাঠ এ কী তৈরি হচ্ছিল ?
 উত্তর: কারখানা।

৩. উমাচরণ মাস্টার কি লিখতেন  ?
উত্তর: বই ।

৪. উমাচরণ মাস্টারের বইটির নাম কী ছিল ?
উত্তর: আক্কেলগুড়ুম।

৫. "তখন শাবলতলার মাঠে ______ করছে রোদ্দুর।"(শূন্যস্থান পূরণ করো)
উত্তর: ঝাঁ ঝাঁ।

৬. উমাচরণ তার স্কুলের ছেলেদের উচ্চ প্রাথমিক পরীক্ষা দিতে কোথায় নিয়ে যেতেন?
 উত্তর: রানাঘাট ।

৭. মেজো বাবুর শালা কোথায় থাকতেন  ?
উত্তর: গোবরডাঙ্গা।

৮ "আমরা বোঁচকা নামিয়ে একটা ______ তোলায় সবাই বসলাম।" (শূন্যস্থান পূরণ করো)
 উত্তর: কদবেল গাছের ।

৯. লেখক এর বড় মামা মাস্টার মশাইকে কী বলে ডাকতেন ?
উত্তর: দাদা ।

১০. মার্টিন লাইনের ছোট স্টেশনে লেখক কোন সময় এসেছিলেন ?
 উত্তর: সকালবেলা।

১১. চালতে বাগানে কোন্ গাছ ছিল না ?
উত্তর: চালতে গাছ ।

১২. গল্পকথক ছোট বেলায় কোন্ স্কুলে পড়তেন ?
 উত্তর: দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় ।

১৩. শাবলতলার মাঠ দেখে বক্তার কত দিন আগের স্মৃতিকথা মনে পড়ে ?
 উত্তর: ২৫ বছর।



১৪. "সে গ্রামে আর যাইনি কখনো"--- কোন ঘটনার পর গল্পকথক সে গ্রামে কেন আর যাননি ?
উত্তর: গল্প কথকের পিসিমা মারা যাবার পর ।

১৫. উমাচরণ মাস্টারের পদবী কী ছিল ?
উত্তর: চক্রবর্তী ।

১৬. বহুদিন পর সাপোর্টার মাঠের পাশ দিয়ে বক্তার যাবার কারণ কী ছিল ?
 উত্তর: বিয়ের পাত্রীর সন্ধানের জন্য ।

১৭.শাবলতলার মাঠে কারখানাটি কোন কোন জায়গা নিয়ে তৈরি হচ্ছিল ?
 উত্তর: বাজিতপুর ,মনসাতলা ও বেদে পাড়া ।

১৮. শাবলতলার মাঠ দেখে বক্তার কোন্ বয়সের একটি মধ্যান্য দিনের কথা মনে পড়েছে ?
উত্তর:  ১১ বছর বয়সের।

১৯. উমাচরণ মাস্টার কোন্ স্কুলের হেড মাষ্টার ছিলেন ?
 উত্তর: দুর্গাপুর উচ্চ প্রাথমিক পাঠশালা ।

২০. উমাচরণ মাস্টারের কয়টি ধুতি ছিল ?
 উত্তর: দুটি
২১. উমাচরণ মাস্টারের সব জিনিস গুলির মধ্যে গল্পের বক্তার বেশি কী মনে আছে ?
 উত্তর: বেতের কথা ।

২২. সাহিত্যের রূপ রীতি বিচারে উমাচরণ মাস্টার তার রচনাটিকে কী বলতেন ?
উত্তর: প্রহসন ।

২৩. গল্প কথকের মতে উমাচরণ মাস্টার ভবিষ্যতে কার সমান লেখক হতে পারেন ?
 উত্তর: গিরিশ ঘোষ।

২৪. বক্তার পিসিমা বক্তার কাছে মাইনের কত টাকা বা পয়সা ফেরত পেতে চেয়েছিল ?
উত্তর ন- আনা।

২৫. "আপনার বয়স কত..." ---মাস্টার মশাইকে এই প্রশ্ন কে করে ছিলো ?
উত্তর: সতু।

২৬. গল্পকথকের ধারণায় মাস্টারমশায়ের বয়স কত ছিল ?
উত্তর: চল্লিশ(৪০)-এর উপর ।

২৭. দুর্গাপুর থেকে শাবলতলার মাঠের দূরত্ব  কত ছিল ?
উত্তর: দুই আড়াই ক্রোস।

২৮. পরীক্ষা দিতে যাওয়ার সময় সঙ্গে করে কে নারকেল নাড়ু নিয়ে গেছিল ?
উত্তর: কানাই।২৯. শাবলতলার মাটিতে গর্ত গুলো কীসের ছিল ?
উত্তর: খেঁকশিয়ালের ।

৩০. আলোচ্য 'শাবলতলার মাঠ' গল্পের যে প্রবাদ প্রবচন এর উল্লেখ আছে সেটি কী ?
উত্তর: নবমীর পাঠা ।

শাবলতলার মাঠ বড় প্রশ্ন উত্তর 


১. শাবলতলার মাঠ এর অবস্থার ব্যাখ্যা করো। 
উত্তর : কথকের ছেলেবেলাকার শালতলার মাঠ সত্যিই তা আর নেই । তার বদলে আছে কতকগুলাে ভাবুর সারি , ইটখােলা , পাথুরে কয়লার স্তুপ , চুনের টিবি , কাঠের ঢিবি , লােকজনের হৈ চৈ , লরির ভিড় । শাবলতলার মাঠ এর পাশ দিয়ে যাবার সময় হঠাৎ কথক দেখে মাঠটির এই অবস্থা । 

৯টি মন্তব্য

  1. দারুণ লাগলো। খুব উপকার হবে। ধন্যবাদ
  2. Ujir Badsa
  3. Hii
  4. Insan Roy
  5. Good
  6. দাদা শাবলতলার মাঠ ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন উত্তর ভিডিও করে পাঠিয়ে দাও
  7. Swastika kar
  8. বড় প্রশ্ন
  9. বড় প্রশ্ন
আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন ।