জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর 2023 মাধ্যমিক সাজেশন | wb class x Secondary suggestion ?

জ্ঞানচক্ষু গল্পের- প্রশ্ন উত্তর 2023 মাধ্যমিক সাজেশন।। জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর ডাউনলোড করুন পিডিএফ ফরম্যাটে ।। সাহিত্য সঞ্চয়ন

নমস্কার বন্ধুরা, wbgolpo ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি মাধ্যমিক বাংলার জ্ঞানচক্ষু গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে । 

 Madhyamik Bengali Notes Gyanchakshu



             "মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর"


                 "গল্প :- জ্ঞানচক্ষু"


 "জ্ঞানচক্ষু গল্পের - প্রশ্ন উত্তর 2023 মাধ্যমিক সাজেশন?" 


"জ্ঞানচক্ষু গল্পের সংক্ষিপ্ত পশ্ন- উত্তর"

১• জ্ঞানচক্ষু গল্পটির রচয়িতা কে ?

উত্তর :- লেখিকা আশাপূর্ণা দেবী 

২• কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেলো ? 

উত্তর:- তপনের নতুন মেসোমশাই একজন লেখক আর তার লেখা বই নাকি ছাপাও হয় । এই কথা  শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। 

৩• কী বিষয় সন্দেহ ছিল তপনের ? 

উত্তর :- লেখকরাও যে তপনের বাবা, ছোটোমামা বা মেজোকাকুর মতো একজন মানুষ হয় এই বিষয় সন্দেহ ছিল তপনের। 

৪• কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল ? 

উত্তর -: নতুন মেসোকে দেখে। 

৫• মামার বাড়িতে তপন কী উপলক্ষ্যেই এসেছে ? 

উত্তর-: বিয়ে উপলক্ষ্যেই। 

৬• কে শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন ? 

উত্তর :- তপনের মেসো। 

৭• তা হলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও-এখানে কার গল্প ছাপানোর কথা বলা হয়েছে ? 

উত্তর :- তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছে। 

৮• আমি বললে সম্পাদক 'না' করতে পারবে না-এখানে কোন সম্পাদকের কথা বলা হয়েছে ? 

উত্তর :- এখানে সন্ধ্যাতারারা সম্পাদকের কথা বলা হয়েছে । 

৯• তপন তার কোন অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছিল ? 

উত্তর :- তপন তার ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। 

১০• নতুন বিয়ের শশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে মেসো 'তপনকে কী বলে ?

উত্তর:- মেসো 'তপনকে বলে তোমার গল্প তো দিব্যি হয়েছে। 

১১• তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো - কে তপনের গল্প ছাপিয়ে দেবে বলেছিল ? 

উত্তর :- তপনের মেসো। 

১২• কে তপনের চিরকালের বন্ধু  ছিল ? 

উত্তর  :- তপনের ছোটোমাসি

১৩• তপনের ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড় ছিল ? 

উত্তর :- তপনের ছোটোমাসি তপনের থেকে আট বছরের বড় ছিল । 

১৪• তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটোমাসিকে সর্বাগ্রে দিয়ে বসে - এখানে কোন আনন্দের কথা বলা হয়েছে? 

উত্তর : একদিন দুপুরবেলায়, সবাই যখন ঘুমে ব্যস্ত তখন তপন তার হোম টাস্কের খাতা আর কলমটি নিয়ে তিনতলার সিড়িতে উঠে যাই আর সে একটা গল্প ও লিখে ফেলে। হঠাৎ তপন ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে , আর নীচে নেমে এসে ছোটোমাসিকে এই আনন্দের কথা বলে বসে, 'ছোটোমাসি, একটা গল্প লিখেছি।'

১৫রোস তোর মেসোমশাইকে দেখাই-মেসোমশাইকে কী দেখানোর কথা বলা হয়েছে ? 

উত্তর :- তপন একটা গল্প লিখেছিল। সেটাই তার ছোটমাসি মেসোমশাইকে দেখাই। 

১৬• বাড়িতে তপনের কী নাম হয়ে গিয়েছিল ?

উত্তর :- বাড়িতে তপনের নাম কবি, সাহিত্যিক, কথাশিল্পী ইত্যাদি হয়ে গিয়েছিল। 

১৭• তপনের কীসের নেশায় পেয়েছে ? 

উত্তর :- তপনের যেন গল্প লেখার নেশায় পেয়েছে । 

১৮• সারা বাড়িতে কীসের শোরগোল পড়ে যায় ? 

উত্তর :- তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এই নিয়েই সারা বাড়িতে শোরগোল পড়ে যায় । 

১৯• ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে_কোন কথা ছড়িয়ে পড়ে ? 

উত্তর :- ওই কারেকশানের কথা।

২০• তপনের মেজোকাকু কী বলেছিলেন ? 

উত্তর :- তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতান।

২১• তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে কেন ? 

উত্তর :- তপন যে গল্পটি লেখে সেই গল্পের আগাগোড়া তার মেসো  বদলে নতুন করে লিখেছিল। আর তপন সেটাই পড়তে গিয়ে  তার চোখে জল এসে গিয়েছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন ।