নমস্কার বন্ধুরা, wbgolpo ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি মাধ্যমিক বাংলার জ্ঞানচক্ষু গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ।
Madhyamik Bengali Notes Gyanchakshu
"মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর"
"গল্প :- জ্ঞানচক্ষু"
"জ্ঞানচক্ষু গল্পের - প্রশ্ন উত্তর 2023 মাধ্যমিক সাজেশন?"
"জ্ঞানচক্ষু গল্পের সংক্ষিপ্ত পশ্ন- উত্তর"
১• জ্ঞানচক্ষু গল্পটির রচয়িতা কে ?
উত্তর :- লেখিকা আশাপূর্ণা দেবী
২• কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেলো ?
উত্তর:- তপনের নতুন মেসোমশাই একজন লেখক আর তার লেখা বই নাকি ছাপাও হয় । এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল।
৩• কী বিষয় সন্দেহ ছিল তপনের ?
উত্তর :- লেখকরাও যে তপনের বাবা, ছোটোমামা বা মেজোকাকুর মতো একজন মানুষ হয় এই বিষয় সন্দেহ ছিল তপনের।
৪• কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল ?
উত্তর -: নতুন মেসোকে দেখে।
৫• মামার বাড়িতে তপন কী উপলক্ষ্যেই এসেছে ?
উত্তর-: বিয়ে উপলক্ষ্যেই।
৬• কে শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন ?
উত্তর :- তপনের মেসো।
৭• তা হলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও-এখানে কার গল্প ছাপানোর কথা বলা হয়েছে ?
উত্তর :- তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছে।
৮• আমি বললে সম্পাদক 'না' করতে পারবে না-এখানে কোন সম্পাদকের কথা বলা হয়েছে ?
উত্তর :- এখানে সন্ধ্যাতারারা সম্পাদকের কথা বলা হয়েছে ।
৯• তপন তার কোন অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছিল ?
উত্তর :- তপন তার ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে।
১০• নতুন বিয়ের শশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে মেসো 'তপনকে কী বলে ?
উত্তর:- মেসো 'তপনকে বলে তোমার গল্প তো দিব্যি হয়েছে।
১১• তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো - কে তপনের গল্প ছাপিয়ে দেবে বলেছিল ?
উত্তর :- তপনের মেসো।
১২• কে তপনের চিরকালের বন্ধু ছিল ?
উত্তর :- তপনের ছোটোমাসি
১৩• তপনের ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড় ছিল ?
উত্তর :- তপনের ছোটোমাসি তপনের থেকে আট বছরের বড় ছিল ।
১৪• তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটোমাসিকে সর্বাগ্রে দিয়ে বসে - এখানে কোন আনন্দের কথা বলা হয়েছে?
উত্তর : একদিন দুপুরবেলায়, সবাই যখন ঘুমে ব্যস্ত তখন তপন তার হোম টাস্কের খাতা আর কলমটি নিয়ে তিনতলার সিড়িতে উঠে যাই আর সে একটা গল্প ও লিখে ফেলে। হঠাৎ তপন ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে , আর নীচে নেমে এসে ছোটোমাসিকে এই আনন্দের কথা বলে বসে, 'ছোটোমাসি, একটা গল্প লিখেছি।'
১৫• রোস তোর মেসোমশাইকে দেখাই-মেসোমশাইকে কী দেখানোর কথা বলা হয়েছে ?
উত্তর :- তপন একটা গল্প লিখেছিল। সেটাই তার ছোটমাসি মেসোমশাইকে দেখাই।
১৬• বাড়িতে তপনের কী নাম হয়ে গিয়েছিল ?
উত্তর :- বাড়িতে তপনের নাম কবি, সাহিত্যিক, কথাশিল্পী ইত্যাদি হয়ে গিয়েছিল।
১৭• তপনের কীসের নেশায় পেয়েছে ?
উত্তর :- তপনের যেন গল্প লেখার নেশায় পেয়েছে ।
১৮• সারা বাড়িতে কীসের শোরগোল পড়ে যায় ?
উত্তর :- তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এই নিয়েই সারা বাড়িতে শোরগোল পড়ে যায় ।
১৯• ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে_কোন কথা ছড়িয়ে পড়ে ?
উত্তর :- ওই কারেকশানের কথা।
২০• তপনের মেজোকাকু কী বলেছিলেন ?
উত্তর :- তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতান।
২১• তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে কেন ?
উত্তর :- তপন যে গল্পটি লেখে সেই গল্পের আগাগোড়া তার মেসো বদলে নতুন করে লিখেছিল। আর তপন সেটাই পড়তে গিয়ে তার চোখে জল এসে গিয়েছিল।