তিনপাহাড়ের কোলে (Tinapahaṛera kole) শক্তি চট্টোপাধ্যায় বাংলা দশম শ্রেণীর গল্প।। class x bangali poem

তিনপাহাড়ের কোলে শক্তি চট্টোপাধ্যায়ের দশম শ্রেণীর বাংলা গল্প অনলাইনে পডুন।। class x bangali poem.

ছবি :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ্যপুস্তক

             লেখক :- শক্তি চট্টোপাধ্যায়

লেখকের পরিচিত :-শক্তি চট্টোপাধ্যায়(জন্ম: নভেম্বর ২৫, ১৯৩৩ - মৃত্যু: মার্চ ২৩, ১৯৯৫) ছিলেন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক, যিনি জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত ছিলেন। লেখকের সম্বন্ধে আরো পড়ুন


ন্ধকারে তিনপাহাড়ে ট্রেনের থেকে নেমে, 

হাওয়াবিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে। 

জনমানববিহীন স্টেশন, আকাশ ভরা তারায়, 

এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়।


পথ হারিয়ে যায় যেদিকে, সেদিকে পথ আছেই, 

ঝরনা, কাঁদড়, টিলা, পাথর বনভূমির কাছেই। 

বনভূমির ওপারে কোন মনোভূমির দ’য়, 

ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয় ।


পুব আকাশে আস্তে-ধীরে আলোর ঘোমটা খোলে, 

শক্ত সবুজ গাঁ ভেসেছে তিনপাহাড়ের কোলে। 

সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? 

তিনপাহাড়ের নকশিকাথায় শিশুর কলবর।


                                    সমাপ্ত


একটি মন্তব্য পোস্ট করুন

আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে জানাবেন ।