![]() |
ছবি :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ্যপুস্তক |
"কবি :- জীবনানন্দ দাশ"
কচি লেবুপাতার মতাে নরম সবুজ আলােয়
পৃথিবী ভরে গিয়েছে এই ভােরের বেলা
কাঁচা বাতাবির মতাে সবুজ ঘাস – তেমনি সুঘ্রাণ –
হরিণেরা দাঁত দিয়ে ছিড়েনিচ্ছে।
আমারও ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতাে
গেলাসে গেলাসে পান করি ,
এই ঘাসের শরীর ছানি–চোখে চোখ ঘষি।
ঘাসের পাখনায় আমার পালক
ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনাে এক নিবিড় ঘাস - মাতার
শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে ।
(সমাপ্ত)
"কবির পরিচয়"
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) : জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। পড়াশুনো প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে পড়িয়েছেন একাধিক কলেজে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক' ১৯২৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - 'ধূসর পাণ্ডুলিপি', 'বনলতা সেন', 'মহাপৃথিবী', 'সাতটি তারার তিমির", "রুপসী বাংলা', 'বেলা অবেলা কালবেলা' প্রভৃতি। তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে— 'কারুবাসনা', 'বাসমতীর উপাখ্যান', 'মাল্যবান', 'সুতীর্থ', 'জলপাইহাটি' প্রভৃতি। 'কবিতার কথা' তাঁর লেখা একমাত্র প্রবন্ধগ্রন্থ।
